*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

অন্যান্য

গোদাগাড়ীর হকার করিম, ১৯ দিন ধরে নিখোঁজ
Gnews24ডেস্ক:  গোদাগাড়ীর কাপড় বিক্রেতা করিম হকার গত ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গোদাগাড়ীর রামনগর লালবাগ হেলিপ্যাড এলাকার রবিউল ইসলাম ও রাশিদার  ছোট পুত্র মোঃ করিম ডাইংপাড়া মোড় ও পৌর গেটের সামনে দীর্ঘ দিন ধরে ভ্যানে করে শাড়ী, লুঙ্গির ব্যবসা করে আসছিল। বেশ কিছু দিন ধরে মানষিকভাবে সে অসুস্থ্য হয়ে পড়ে এবং চিকিৎসা চলছিল। করিমের স্ত্রী রেহেনা জানায়, গত ১৩ জুন শনিবার সকালের দিকে ২ কন্যা শিশুর জনক করিম বাড়ী থেকে বের হয়ে যায়। এ সময় তার গায়ে হাফ হাতা সাদা সার্ট ও পরনে সবুজ সাদা চেকের লুঙ্গি ছিল। বয়স আনুমানিক ৩১ বছর, উচ্চতা সাড়ে ৫ ফিট, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল সবগুলো সাদা হয়ে গেছে । অনেক খোঁজা খুঁজির পরও করিমের এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি। কোন সহৃদয় ব্যক্তি করিমের খোঁজ পেলে তার  পরিবার মোবাইল নং ০১৮৬৩-৩২২২২৬  যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। 


গোদাগাড়ী এতিমখানায় সুধিদের নিয়ে ইফতার মাহফিল
নিজস্ব সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ী এতিমখানায় সুধিজনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবারের ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব ওয়েজ উদ্দীন বিশ্বাস, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. কাওসার হোসেন, গোদাগাড়ী কলেজের অধ্য আব্দুর রহমান, আয়েশা সাবের আলিম মাদরাসার সুপার আব্দুল খালেক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক হায়দার আলী, আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আব্দুর রহমান, সাবেক প্রধান শিক ফওজিয়া বেগম প্রমুখ। গোদাগাড়ী এতিমখানার সুপার মাও. খাইরুল ইসলাম অর্থ বৎসরের বিভিন্ন আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, এ  এতিমখানাটি শক্তিশালী ম্যানেজিং কমিটি ও উপদেষ্ঠা কমিটি দ্বারা পরিচালিত হয় এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার এতিমখানার বিভিন্ন বিষয় তদারকি করেন। গত অর্থ বৎসরের বিভিন্ন সময়ে গোদাগাড়ী এতিমখানায় সরকারী অনুদান পাওয়া গেছে ৫০ হাজার টাকা। কাতার চ্যারিটি ঢাকার অর্থায়নে এতিমখানাটি পরিচালিত হয়, তারা প্রতি ৩ মাস পর পর অর্থ প্রদান করে থাকেন, যা দিয়ে সুষ্ঠুভা ও নিয়মতান্ত্রিকভাবে এতিমখানাটি পরিচালিত হয়ে আসছে।  ## ২/৭/১৫


No comments:

Post a Comment