*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

শিক্ষা

 মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন পরীক্ষা নেওয়ার দাবিতে আজ সোমবার শহীদ মিনারে অবস্থান নিয়েছেন শতাধিক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এর আগে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে আন্দোলনকারীরা তা বাতিলের দাবি জানিয়ে আসছেন। তাঁদের আন্দোলনের মধ্যেই গতকাল রোববার পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঠিক নয়। তিনি শিক্ষার্থীদের আন্দোলন বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন।
সকাল সাড়ে ৯টার দিকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে তাঁরা সেখান থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন। পুলিশ সেখানেও তাঁদের বাধা দেয়। পুলিশি বাধার মধ্যে শতাধিক শিক্ষার্থী শহীদ মিনারের পাদদেশে বসে পড়েন। ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দেন।
এরপর পুলিশ সেখানে অবস্থান নিলেও শিক্ষার্থীদের তুলে দেয়নি।

 

২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা
মাটির নিচে যে নগর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘মাটির নিচে যে নগর’ রচনা থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. মাটির নিচে পাওয়া সভ্যতার নিদর্শন কোনটি?
ক. মহাস্থানগড় খ. ময়নামতি গ. পাহাড়পুর ঘ. উয়ারী-বটেশ্বর
উত্তর: ঘ. উয়ারী-বটেশ্বর
২. উয়ারী-বটেশ্বর আবিষ্কারে কে ব্যাপক ভূমিকা রাখেন?
ক. ড. মুহাম্মদ ইউনূস খ. মোহাম্মদ হানিফ পাঠান
গ. হাবিবুল্লা পাঠান ঘ. সুফি মোস্তাফিজুর রহমান
উত্তর: খ. মোহাম্মদ হানিফ পাঠান
৩. শ্রমিকেরা প্রথম কত সালে উয়ারীতে রৌপ্য মুদ্রা পায়?
ক. ১৮৯৭ খ. ১৯৩৩ গ. ১৯৫৫ ঘ. ১৯৫৬
উত্তর: ক. ১৮৯৭
৪. উয়ারী-বটেশ্বর সভ্যতাটি কত বছরের প্রাচীন সভ্যতা?
ক. আড়াই হাজার বছর খ. দুই হাজার বছর
গ. এক হাজার বছর ঘ. পঁচিশ বছর
উত্তর: ক. আড়াই হাজার বছর
৫. মাটির নিচের এই শহরের পাশে আরও কতটি স্থানের পুরাতন সভ্যতার খোঁজ পাওয়া গেছে?
ক. ৫০টি খ. ৬০টি গ. ২০টি ঘ. ৩৫টি
উত্তর: ক. ৫০টি
৬. নগর সভ্যতা ধ্বংস হয়েছিল কী কারণে?
ক. সামাজিক খ. প্রাকৃতিক গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক
উত্তর: খ. প্রাকৃতিক
৭. নগর সভ্যতা ধ্বংসের অন্যতম উপাদান কোনটি?
ক. ভূমিকম্প খ. নদীভাঙন গ. ঘূর্ণিঝড় ঘ. বন্যা
উত্তর: ক. ভূমিকম্প
৮. ভাঙা-গড়ায় মাটিচাপা পড়ে যায় একটি নগর-জনপদ। এর প্রধান কারণ—
ক. ভূমিকম্প খ. নদীভাঙন গ. প্লাবন ঘ. বন্যা
উত্তর: খ. নদীভাঙন
৯. ‘ময়নামতি’ শব্দের সঙ্গে মিল রয়েছে নিচের কোনটির?
ক. পুরাতন বাড়ি খ. পুরাতন স্থান
গ. প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘ. ময়নামতির কবর
উত্তর: গ. প্রত্নতাত্ত্বিক নিদর্শন
১০. উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষেত্রে তুলনীয়—
ক. মাটির নিচে প্রাপ্ত সভ্যতার নিদর্শন খ. মাটির ওপরের নিদর্শন
গ. ভাঙা বাড়ি ঘ. ভাঙা নগর
উত্তর: ক. মাটির নিচে প্রাপ্ত সভ্যতার নিদর্শন।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লেখো।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: উয়ারী-বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এ গ্রাম দুটিতে প্রাচীন এক নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। উয়ারী-বটেশ্বর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর বেলাবো উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
 ------------------------------------------------------------

২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১৯. কোনটি নারী নির্যাতনের মূল কারণ?
ক. দারিদ্র্য খ. অর্থনৈতিক নির্ভরশীলতা
গ. শিক্ষার অভাব ঘ. নিম্ন সামাজিক মর্যাদা
উত্তর: ঘ. নিম্ন সামাজিক মর্যাদা
২০. নারীদের কীভাবে শারীরিক ও মানসিক ক্ষতি হয়?
ক. দারিদ্র্যের ফলে খ. শিক্ষার অভাবের ফলে
গ. পারিবারিকভাবে নারী নির্যাতনের ফলে
ঘ. অর্থনৈতিক নির্ভরশীলতার ফলে
উত্তর: গ. পারিবারিকভাবে নারী নির্যাতনের ফলে
২১. নারীরা প্রায়ই তার শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়। এ ক্ষেত্রে নারীদের কোন অধিকারটি খর্ব হচ্ছে?
ক. অর্থনৈতিক খ. সামাজিক
গ. রাজনৈতিক ঘ. মানবাধিকার
উত্তর: ঘ. মানবাধিকার
২২. পারিবারিকভাবে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়ে মুনমুন সময়মতো কাজে যেতে পারে না। এর ফলে কোনটি ঘটবে?
ক. সামাজিক ক্ষতি হবে খ. অর্থনৈতিক ক্ষতি হবে
গ. মুনমুনের মজুরি কমে যাবে
ঘ. মুনমুনের চাকরি চলে যাবে
উত্তর: খ. অর্থনৈতিক ক্ষতি হবে
২৩. গ্রামে দ্রুতগতিতে উন্নয়ন ঘটছে। তোমার মতে গ্রামে উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. গ্রামের পরিবেশ খ. ভৌগোলিক অবস্থা
গ. স্থানীয় সরকার ঘ. মানুষ
উত্তর: ঘ. মানুষ
২৪. বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ নারী?
ক. প্রায় শতকরা ৪৯ ভাগ খ. প্রায় শতকরা ৪৮ ভাগ গ. প্রায় শতকরা ৫০ ভাগ ঘ. প্রায় শতকরা ৪৫ ভাগ
উত্তর: ক. প্রায় শতকরা ৪৯ ভাগ
২৫. আমাদের দেশে বর্তমানে কোন বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে?
ক. নারীর অধিকার খ. পুরুষের অধিকার
গ. প্রবীণ অধিকার ঘ. নারী-পুরুষের সমতা
উত্তর: ঘ. নারী-পুরুষের সমতা
২৬. বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত কে?
ক. সুফিয়া কামাল খ. বেগম রোকেয়া
গ. কামিনী রায় ঘ. সেতারা বেগম
উত্তর: খ. বেগম রোকেয়া
২৭. বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২২ খ. ১৯৩২ গ. ১৯৪২ ঘ. ১৯৫২
উত্তর: খ. ১৯৩২
২৮. ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ কত সালে কলকাতায় পুনরায় স্থাপিত হয়?
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৭ সালে গ. ১৯১০ সালে ঘ. ১৯১১ সালে।
উত্তর: ঘ. ১৯১১ সালে
২৯. আগে বিদ্যালয়ে মেয়েদের সংখ্যা কেমন ছিল?
ক. অনেক কম খ. কম গ. অনেক বেশি ঘ. বেশি
উত্তর: ক. অনেক কম
৩০. মেয়েদের আগে বিদ্যালয়ে ভর্তি করা হতো না কেন?
ক. সামাজিক বাধা খ. পারিবারিক বাধা
গ. সাংস্কৃতিক বাধা ঘ. ধর্মীয় বাধা
উত্তর: ক. সামাজিক বাধা।




No comments:

Post a Comment