*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Wednesday, 2 September 2015

গোদাগাড়ীতে বাবা-মা পুলিশের হাতে তুলে দিলেন ছেলেকে
মাদকের ভয়াল থাবায় আক্রান্ত নিজ ছেলের নির্যাতন সইতে না পেরে অবশেষে মাদক থেকে মুক্ত করতে নিজ সন্তান নয়ন ইসলাম (২৫) কে গোদাগাড়ী পৌর এলাকার বুজরুকপাড়া গ্রামের  সাদেকুল ইসলাম ও গাজলী বেগম পুলিশের হাতে সোপার্দ করল। বুধবার সকাল ১১ টায় গোদাগাড়ী থানা পুলিশের এ.এস আই রেজাউল করিম মাদক সেবী নয়নের মা-বাবার ডাকে তাঁদের নিজ বাড়ী থেকে আটক করে। পরে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রের এর নিয়ে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাদকসেবী নয়ন দীর্ঘদিন থেকে গাঁজা সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবণ করে আসছিল এবং মাদকের টাকা যোগাড় করতে বাব-মাকে নানানভাবে জ্বালাতন করে করত। তাই বাবা-মা তার জালাতন সহ্য করতে না পেরে এ কঠিনতম সিদ্ধান্তটি নিতে বাধ্য হন। কারাদন্ডপ্রাপ্ত মাদক সেবী নয়নকে বুধবার বিকালেই জেলা হাজতে প্রেরণ করা হবে বলে গোদাগাড়ী মডেল থানার এএসআই রেজাউল করিম জানান। ## ২/৯/২০১৫

No comments:

Post a Comment