*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Wednesday 7 October 2015

গোদাগাড়ীতে জমি বিক্রির পরেও ভোগ দখল দিচ্ছে না ক্রেতাকে
গোদাগাড়ী উত্তর প্রতিনিধি: রাজশাহী গোদাগাড়ীতে জমি বিক্রি করার পরেও ক্রেতাকে ভোগ দখল দিচ্ছেনা প্রভাবশালী জমি বিক্রেতা। জানা যায় উপজেলার হাতনাবাদ গ্রামের মরহুম নিয়াজ উদ্দীন এর ছেলে দুলাল (৫৫) পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত হাতনাবাদ মৌজার ২৬৬ নং দাগের মৃত খবিরুদ্দীন মন্ডলের ছেলে আলহাজ্ব ওয়াজেদ আলীর নিকট হতে ১২ আগস্ট ২০০৮ সালে ৬৩১৬নং রেজি: দলিল মূলে ৮শত ২৫ বর্গ লিং জমি ক্রয় করে দুলাল। কিন্তু এতো দিন পার হয়ে গেলেও প্রভাবশালী ওয়াজেদ আলী উক্ত ক্রয়কৃত জমিটুকু ভোগদখল দিচ্ছে না এবং দুলালাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করিতেছে। এ ব্যাপার গতকাল মঙ্গলবার দুলাল সাংবাদিককে  বলেন, এই জমি দখলকে কেন্দ্র করে তিনি গোদাগাড়ী মডেল থানায় ২১শে মার্চ ৭২৯ নং একটি জিডি করেন এবং রাজশাহী এডিএম কোর্টে ১৭৩/১৫, ১৪৪ ধারায় মামলা করেন। তার পরেও জবরদখল করে আমার ক্রয়কৃত জমির উপর বাউন্ডারী ওয়াল নির্মাণের চেষ্টা করে। তার পর আমি বাধার সম্মুখিন হলে তিনি বাসুদেবপুর ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দাখিল করে। ইউনিয়ন পরিষদের তারিখে আমি উপস্থিত হলেও বাদী হয়ে ওয়াজেদ আলী উপস্থিত হননি। এলাবাসী সূত্রে জানা যায়, ওয়াজেদ আলী এলাকার প্রভাবশালী হওয়ায় এবং আত্মীয়-স্বজন উর্দ্ধতম পদে সরকারী চাকুরী করায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। তবে দুলালকে হয়রানি পূর্বক জবরদখল করে জিম্মি করে রেখেছে। এব্যাপারে আলহাজ্ব ওয়াজেদ আলীর নিকট যোগাযোগ করা হলেও, যোগাযোগ করা হয়নি।

No comments:

Post a Comment