*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Sunday, 15 November 2015

গোদাগাড়ীতে ট্রাক চাপায় মাওলানা সাইদুর নিহত
গোদাগাড়ী পৌর প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ আল জামিয়াতুস সালাফিয়া  আলিম মাদ্রাসার শিক মাওলানা সাইদুর (৪০) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয়  ও প্রত্যদশী সূত্রে জানা যায় রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সারাংপুর কলেজ পাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান সাইদুর। গোদাগাড়ী মডেল থানার উপ পরিদর্শক রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইদুর রহমান উপজেলার রঘুনাথপুর গ্রামের মুনসুর রহমানের ছেলে। তিনি আরো জানান ট্রাক তাদের হেফাজতে রয়েছে। তিনি মাদ্রাসায় শিকতা করার পাশাপাশি মাছ চাষের একজন সফল চাষি ছিলেন।

No comments:

Post a Comment