*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Wednesday, 13 January 2016

[গোদাগাড়ীতে ১কেজি ১শ গ্রাম হেরোইন সহ ১জন ধুত ]
গোদাগাড়ী পৌর প্রতিনিধিঃ গোদাগাড়ীতে ১কেজি ১শ গ্রাম হেরোইন সহ ১জন আটক হয়েছে। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশ দিয়াড় মানিকচর গ্রামের জার্জিসের ছেলে মুস্তফা (৪৫)কে ১কেজি ১শ গ্রাম হেরোইন সহ হাতে নাতে গ্রেফতার করে। আটককৃত হেরোইনের আনুমানিক মুল্য ১কোটি টাকা বলে জানিয়েছেন গোদাগাড়ী থানা পুলিশ। মুস্তফা হেরোইনগুলো দিয়াড়মানিকচর থেকে গোদাগাড়ীর উদ্যেশে নৌকা যোগে নিয়ে আসছিল বলে জানা যায়। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফরহাদ জানিয়েছেন মোস্তফা একজন প্রকৃত হেরোইন ব্যবসায়ী। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। ## ১৩-১-২০১৬

No comments:

Post a Comment