*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Saturday, 23 January 2016

গোদাগাড়ীতে অস্ত্র সহ ১জন ধৃত
গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অস্ত্র সহ ১জন আটক হয়েছে। শনিবার বেলা ১.২০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজশাহীগামী নাহার এন্টারপ্রাইজ, যার নং দিনাজপুর-জ-১১০০৪৮। গাড়ী থেকে শিবগঞ্জ উপজেলার রসুলপুর শিবতলা গ্রামের নাজিম উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৩০) কে দেহ ও কোমর তল্লাশী করে ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন  ১টি ইউ.এস.এ পিস্তলসহ গ্রেফতার করে রাজশাহী ডিবি পুলিশ। এ সময় নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর আতাউর রহমান, সাব ইন্সপেক্টর রুহুল আমিন ও সাব ইন্সপেক্টর শিহাব। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা হয়েছে।

No comments:

Post a Comment