*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

বিজ্ঞান ও প্রযুক্তি

 মার্ক জাকারবার্গ-এর নতুন স্কুল, বউ যা বলছেন

  জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী মিলে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। স্কুলটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা বিষয়েও জ্ঞান দেওয়া হবে। খবর ডন নিউজের। 

এ ব্যাপারে শুক্রবার জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ইস্ট পালো আলটো শহরে স্কুলটি প্রতিষ্ঠা করা হবে।

প্রিসিলা চ্যান (৩০) পেশায় একজন চিকিৎসক। এর পাশাপাশি শিক্ষকতাও করেন তিনি। মূলত শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবার বিষয়ে জ্ঞানের অভাব দেখে তিনি এই ধরনের স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
ফেসবুক পোস্টে ৩১ বছর বয়সী জাকারবার্গ বলেন, স্বাস্থ্য ও শিক্ষা অঙ্গাঙ্গীভাবে জড়িত। শিশুদের স্বাস্থ্য ভালো থাকলে তারা সহজেই শিখতে পারবে।
তিনি মনে করছেন, হেল্থকেয়ার ও শিক্ষা এক সঙ্গে প্রদানের মাধ্যমে শহরটির পিছিয়ে থাকা সম্প্রদায়ের পরিবারগুলোকে সহায়তা করা সম্ভব হবে।
উল্লেখ্য, পশ্চিম পালো আলটোতে ধনাঢ্য ব্যক্তিরা বসবাস করলেও পূর্ব পালো আলটোর বেশিরভাগ বাসিন্দাই গরিব। এমনকি ওই অঞ্চলটি অপরাধ ও বিভিন্ন অপরাধী চক্রের জন্য কুখ্যাত।

 

 ফেসবুক, গুগলের মতো কোম্পানি তৈরি হবে বাংলাদেশে

 জিনিউজ ডেস্ক: ফেসবুক, গুগল, অ্যাপল কিংবা ফোর্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি একদিন বাংলাদেশেও তৈরি হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক ও বেসিস সভাপতি শামীম আহসান। 

তিনি বলেন, আজকের এই বিজনেস ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্যোগ ও ব্যবসার নানা বিষয় সম্পর্কে জানতে পারছে। তারা এখান থেকে অনুপ্রেরণা নিতে পারবে। আর এর মাধ্যমেই হয়তো বাংলাদেশ থেকে একদিন ফেসবুক, গুগল, অ্যাপল কিংবা ফোর্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি তৈরি হবে। তাই নিয়মতি এ ধরনের উৎসব আয়োজনের প্রয়োজন আছে।

শামীম আহসান বলেন, বেশিরভাগ ব্যবসায় উদ্যোগ কোটি টাকা দিয়ে শুরু হয় না। শুরু হয় মানুষের স্বপ্ন আর ইচ্ছা শক্তি নিয়ে। আর এই স্বপ্ন সফলতা পায় কিছু মৌলিক বিষয় বাস্তবায়নের মধ্য দিয়ে। তাই শিক্ষার্থীদেরকে এখনই স্বপ্ন দেখতে হবে।
তিনি আরো বলেন, যথাযথ সময় এলে তা বাস্তবায়নে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। এছাড়া পরবর্তী জীবনে একজন সফল ব্যবসায়ী বা উদ্যােক্তা হতে হলে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক গুনসম্পন্ন একজন সৎ ও পূর্ণাঙ্গ মানুষ হতে হবে।
প্রাণ ফ্রুটোর উদ্যোগে ও নটরডেম বিজনেস ক্লাবের আয়োজনে ‘প্রাণ ফ্রুটো বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সকাল ১০টায় নটরডেম কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, হেড অব গাইডেন্স ফাদার সুশান্ত এ. গোমেজ প্রমুখ।
দুই দিনব্যাপি এই উৎসবে দেশের শীর্ষস্থানীয় স্কুল ও কলেজের শিক্ষাথীরা অংশ নিয়েছে। উৎসবে রয়েছে বিজনেস অলিম্পিয়াড, ম্যানেজমেন্ট অলিম্পিয়াড, বিজনেজ জেনারেল নলেজ অলিম্পিয়াড, রিউবিক কিউব চ্যালেঞ্জ, ফটোগ্রাফি কনটেস্ট, আইকম ওয়ার্কশপ, সাংস্কৃৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

 

 কৃত্রিম বুদ্ধিমত্তা মানবসভ্যতার জন্য ক্ষতিকর হতে পারে::

 কৃত্রিম বুদ্ধিমত্তা মানবসভ্যতার জন্য ক্ষতির কারণ হতে পারে। এ কথা বলেছেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট রেডিটের ‘আস্ক মি এনিথিং’ নামের প্রশ্নোত্তরপর্বে এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন গণমাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে যে ধারণা পোষণ করে তা ঠিক নয়। সবচেয়ে বড় ভয়টা কর্মক্ষমতা নিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো কোনো কাজ দক্ষতার সঙ্গে কম সময়ে সম্পন্ন করবে। কিন্তু মানুষের সেই গতির সঙ্গে তাল মিলিয়ে না চলাটাই বিপদের কারণ।
প্রায় দুই মাস আগে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং সামাজিক যোগাযোগের ওয়েবসাইট রেডিটের ‘সায়েন্স কমিউনিটি’তে এক বার্তায় তাঁকে যেকোনো প্রশ্ন করার আহ্বান জানান। ‘আস্ক মি এনিথিং’ বা এএমএ রেডিটের একটা শাখা। যেখানে যে কেউ বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলে নিজেকে প্রশ্ন করতে বলতে পারেন। দুই মাস পর সেই প্রশ্নগুলোর দীর্ঘ প্রতীক্ষিত উত্তর প্রকাশ করেন এই ব্রিটিশ বিজ্ঞানী। জটিল মোটর নিউরন রোগে আক্রান্ত হওয়ার পর থেকে বিশেষভাবে তৈরি কম্পিউটারে লিখে লিখে দৈনন্দিন যোগাযোগের কাজ সারেন স্টিফেন হকিং।
নয় হাজারের বেশি প্রশ্ন তাঁকে জিজ্ঞেস করে বিশ্বের নানা প্রান্তের মানুষ। যার মধ্যে নয়টির উত্তর দিয়েছেন হকিং। খারাপ রোবট পৃথিবী দখল করে নেবে কল্পকাহিনিনির্ভর চলচ্চিত্রে এত দিন আমরা যা দেখে এসেছি তা ঠিক না বলেও উল্লেখ করেন তিনি। মানুষের সমকক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি কবে নাগাদ সম্ভব হতে পারে তা জানা নেই তাঁর।
স্টিফেন হকিং উল্লেখ করেন, সুতরাং আপনার জীবদ্দশায় এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যন্ত্র দেখে যেতে পারবেন কি পারবেন না, এ বিষয়ে যেকোনো ধারণা ভুল। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল? প্রযুক্তি একসময় এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবে যেখানে আমাদের সব কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর বেশি দিলেও পছন্দ-অপছন্দের কথাও লিখেছেন স্টিফেন হকিং। তাঁর পছন্দের টিভি অনুষ্ঠান দ্য বিগ ব্যাং থিউরি এবং পছন্দের গান রড স্টুয়ার্টের ‘হ্যাভ আই টোল্ড ইউ লেটলি’। 

 

অনলাইনে কোরবানির পশু

ঈদুল আজহা এল বলে। কোরবানির পশু কেনার জন্য হাট তো আছেই। তবে কয়েক বছর হলো ইন্টারনেটে ই-কমার্সের ওয়েবসাইটেও বিক্রি হচ্ছে কোরবানির পশু। শুধু পশু বিক্রি নয়, আরও নানা সেবাও দিচ্ছে কিছু কিছু ওয়েবসাইট। অনলাইন গরুর হাট নিয়ে এই আয়োজন।
এখনই ডটকম‘ঘরে বসে কোরবানির গরু কিনুন এখনই’ স্লোগানে কোরবানির গরুর হাট বসেছে ই-কমার্স পোর্টাল এখনই ডটকমে। গতকাল রোববার ওয়েব পোর্টালটিতে ঢুঁ মেরে প্রদর্শনীতে ৫৮টি গরু দেখা যায়। বেশ কিছু বিক্রি হয়ে গেছে। কিছু নতুন যোগ হয়েছে। কোনো গরু পছন্দ হলে কিনে নিতে পারেন। আবার পছন্দের তালিকায় রাখতে পারেন। বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ড, পেযা, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা গরু হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ আছে। ঢাকা শহরে বিনা মূল্যে বাড়িতে গরু পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ঠিকানা: www.akhoni.comকেইমু ডটকম ডটবিডিকেইমুতেও পাওয়া যাচ্ছে কোরবানির পশু। গরুর পাশাপাশি দু-একটি ছাগল, এমনকি উটও চোখে পড়ে। সব মিলিয়ে গতকাল পর্যন্ত এই বিভাগে ৭৪টি পশু দেখা যায়। ঢাকার বাইরে হলে গরু পাঠানোর জন্য খরচ নিজেকেই বহন করতে হবে। সে ক্ষেত্রে মূল্য আগেই পরিশোধ করে দিতে হবে। সে ক্ষেত্রে বিকাশ একমাত্র ভরসা। ঢাকার ভেতরে পশু হাতে পেয়ে মূল্য পরিশোধের ব্যবস্থা আছে। ঠিকানা: www.kaymu.com.bd

বিক্রয় ডটকম
বিক্রয় ডটকম ক্রেতা ও বিক্রেতার মাঝে সমন্বয় ঘটিয়ে দেয়। গরু কিনতে তাদের ওয়েবসাইটে গিয়ে পোষা প্রাণী ও জীবজন্তু বিভাগে ঢুঁ মারলে অনেক গরু দেখতে পারবেন। অবশ্য একই বিভাগে অন্যান্য পোষা প্রাণীও দেখা গেছে। যেটি পছন্দ হয়, সেটিতে ক্লিক করলেই বিক্রেতার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা পেয়ে যাবেন। বিক্রয় ডটকম নির্দিষ্ট ফির বিনিময়ে পশু আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু করেছে। ঠিকানা: www.bikroy.com
এখানেই ডটকম
কোরবানির অনলাইন হাট—এখানেই! ওয়েবসাইটে ঢুকলে শুরুতেই চোখে পড়ে এই স্লোগান। বেচাকেনার এই ওয়েবসাইটটিতে ক্রেতা ও বিক্রেতার মাঝে সমন্বয় করিয়ে দেওয়া হয়। কোনো লেনদেন করা হয় না। তবে অনলাইনে কোরবানির পশুর হাটগুলোর মাঝে অন্যতম বলা যায়। অনেক পশু আছে তাদের তালিকায়। যেটি পছন্দ হয়, সেই পাতায় গিয়ে বিক্রেতার দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে বাকি কাজ করতে হবে আপনাকেই। ঠিকানা: www.ekhanei.com
বেঙ্গলমিট ডটকম
অন্যান্য অনলাইন পশুর হাটের সঙ্গে বেঙ্গলমিটের পার্থক্য, বেঙ্গলমিট সরাসরি নিজেরা গরু বিক্রি করে। অন্যান্য পোর্টালে ক্রেতা ও বিক্রেতার মাঝে সমন্বয় করিয়ে দেওয়া হয় মাত্র। বেঙ্গলমিটের গরুগুলো পাবনা থেকে আনা হয়। ৩০০ কেজির নিচে এবং ওপরে—দুই ভাগে গরুগুলো সাজানো আছে। তবে সরাসরি অনলাইনে গরু অর্ডার করার সুযোগ নেই। অনলাইনে গরু পছন্দ করা যাবে। তারপর রাজধানীর উত্তরা, গুলশান, ওয়ারী কিংবা ধানমন্ডির বেঙ্গলমিটের অফিসে গিয়ে মূল্য পরিশোধ করে দিলে গরু জবাই এবং প্রক্রিয়াজাত করে ঈদের তৃতীয় দিনে মাংস বাড়িতে পৌঁছে দেবে। প্রক্রিয়াজাতকরণের জন্য ১৭ হাজার টাকা চার্জ দিতে হবে বেঙ্গলমিটকে।
ঠিকানা: www.bengalmeat.com

No comments:

Post a Comment