*গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন মহিলা আটক* গোদাগাড়ীতে ৩১৮ বোতল ফেন্সিডিল সহ ১জন ধৃত* রিভিউ খারিজ, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের পথ খুলল* গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য স্মরণিকা-২০১৫ মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা প্রদান*"

Wednesday 4 November 2015

গোদাগাড়ীতে স্বেচ্ছা শ্রমে রাস্তার সংস্কার
গোদাগাড়ী পৌর প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা দেওপাড়া ইউনিয়নে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে অর্ধ-কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের উপযোগী করেছে এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খারিজাগাঁতী মোল্লাপাড়া (বালুটুংঙ্গি) গ্রামে অর্ধশত বছর পূর্বের একটি কাঁচা রাস্তা রয়েছে। যথাযথ কর্তৃপরে উদাশিনতার কারণে বর্ষা কিংবা শুকনো মৌসুম প্রায় সময় চলাচলের অযোগ্য থাকে বলে এলাকাবাসীরা জানান। এই রাস্তার দুই পার্শ্বে দেড় শতাধিক পরিবারে প্রায় দুই সহ্রাশাধিক জনগণ স্বাধীনতার পূর্বে থেকে বসবাস করে আসছে। এই রাস্তাটি দিয়ে ঐ গ্রামের বিভিন্ন স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ কৃষকদের আবাদি ফসল আনা নেওয়ায় চরম বিপাকে পড়তে হয়। উক্ত গ্রামের অধিবাসী অকিল, আজিজার, রবিসহ আরও কয়েকজন জানায় দীর্ঘ দিন থেকে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় রাস্তাটি নিয়ে একাধিকবার সংস্কার করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট ধরণা দিলেও কোন কাজের কাজ হয়নি। অবশেষে আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে নিজ উদ্দ্যেগে রাস্তাটি সংস্কারের উদ্দ্যেগ নিয়েছি। অতি পুরাতন এবং যোগাযোগের একমাত্র এই রাস্তাটি ইট, বালি, খুয়া, সুরকি দিয়ে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে অর্ধ-কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের উপযোগী করেছে স্থানীয়রা।

No comments:

Post a Comment